৫৪ ধারায় গ্রেপ্তার, মানতে হবে ২ শর্ত
প্রকাশিত : ২০:৩৯, ২৪ জুলাই ২০২৫

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ৫৪ ধারায় এখন থেকে দুই শর্ত পূরণ হলেই কেবল গ্রেপ্তার করা যাবে। এক, পুলিশের সামনে অপরাধ সংঘটিত হতে হবে, দুই, যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে, তিনি অপরাধে জড়িত বলে পুলিশ কর্মকর্তার বিশ্বাস করার যৌক্তিক কারণ থাকতে হবে। পাশাপাশি গ্রেপ্তারের কারণ লিখিতভাবে ব্যাখ্যা করতে হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী গ্রেপ্তারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আমরা ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি। পুলিশ কর্মকর্তাকে পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ১২ ঘণ্টার মধ্যে পরিবার, বন্ধু বা আইনজীবীকে জানাতে হবে।”
তিনি আরও বলেন, “যদি গ্রেপ্তার ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন থাকে, অসুস্থতা বোধ করেন, তবে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সুবিধা দিতে হবে। গ্রেপ্তারের প্রতিটি ঘটনায় মেমোরেন্ডাম অব অ্যারেস্ট রাখতে হবে, যাতে বিস্তারিত তথ্য লেখা থাকবে।”
আইন উপদেষ্টা বলেন, “এই সংশোধন আইনে ইচ্ছামতো গ্রেপ্তার, অস্বীকার, কিংবা গুমের সংস্কৃতি বন্ধে যুগান্তকারী ভূমিকা রাখবে।”
এছাড়া অনলাইন বেল বন্ড, ডিজিটাল সমন জারি এবং বিচারিক তদারকি শক্তিশালী করার বিধান যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন